সংবাদ শিরোনাম ::
কবিতা#টাকায় মিলে প্রেম-আবদুল হাই ইদ্রিছী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
টাকায় মিলে প্রেম
–আবদুল হাই ইদ্রিছী
♦
টাকা-পয়সায় মুখটা বাঁকায়
চোখ করে দেয় লাল,
টাকা-পয়সায় বাড়ায় কমায়
ভালোবাসার তাল।
♦
বন্ধু-স্বজন করে ভজন
থাকলে পকেট ভারি,
কাকের মত কালো হলেও
ভালোবাসে নারী।
♦
পকেট ফাঁকা থাকলে বধূ
নিত্য ফুলায় গাল,
ভালোবাসা কবর দিয়ে
দেখায় শুধু ঝাল।
♦
টাকায় মিলে ভালোবাসা
টাকায় মিলে প্রেম,
টাকাই এখন সর্বে সর্বা
টাকায় বন্দী ফ্রেম।
♦
গুণিজনের মানটা যেথায়
টাকায় পড়ে ঢাকা,
সেথায় বাড়ে ডাকাতের হার
গুণির আসন ফাঁকা।