তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশকে মেধাশুন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে

- আপডেট সময় : ০৬:০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
বুদ্ধিজীবীরা একটা দেশের সম্পদ, দেশকে মেধাশুন্য করার জন্য পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শনিবার( ১৪) ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় তাহিরপুর উপজেলার সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা হারুনুর রশিদ, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব আহমদ,সহকারী প্রোগ্রামার ইমরান হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছামাদ, সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য, ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম,সদর হাসপাতালের অফিসার ডা আব্দুল্লাহ আল মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আলীম, এস এম মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম, রুকন উদ্দিন, শওকত হাসান,মনিরাজ শাহ, উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক সহ প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বক্তারা তাহিরপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখার জন্য ” শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ” স্হাপনের প্রস্তাবনা করেন।