সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ পুলিশের কনস্টেবল থেকে দুইজনের পদোন্নতি

আমিনুর রহমান পরাণ
- আপডেট সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মোঃ ফয়েজ আহমদ এএসআই (নিরস্ত্র) এবং কনস্টেবল আশরাফুল ইসলাম নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। এ উপলক্ষ্যে আজ রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম সদ্য কনস্টেবল থেকে পদোন্নতিপ্রাপ্ত এএসআই ফয়েজ আহমদ ও নায়েক আশরাফুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত এএসআই ও নায়েককে আগামী দিনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।