নরসিংপুর ইউনিয়ন ক্রিকেট লীগ (এনসিএল) আসরের উদ্ভোধন

- আপডেট সময় : ০৭:২৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে উদ্ভোধন করা হয়েছে নরসিংপুর ইউনিয়ন ক্রিকেটলীগ (এনসিএল)
২০২৪-২৫ আসর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠিত খেলার এই আয়োজন উদ্ভোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল হক জুয়েল, প্রধান আলোচক হিসেবে ছিলেন
দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব ও সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
উদ্ভোধক হিসেবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান।
নরসিংপুর ইউনিয়ন ক্রিকেট লীগ (এনসিএল)
২০২৪-২৫- আসর পরিচালনা কমিটির সভাপতি আবু সায়েদ মো: হাসনাতের সভাপতিত্বে ও সহ-সচিব মোহাম্মদ আলী’র পরিচালনায় আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান,
দোয়ারাবাজার উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য আব্দুর রউফ,সমাজ সেবক মকবুল হোসেন, স্থায়ী কমিটির সদস্য জসিম উদ্দিন,কয়েছ আহমদ,আবুল হোসেন,
ডাঃ সুমন আহমদ,সাইদুর রহমান,
ফখরুল ইসলাম, সারপিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হামিদুর রহমান মানিক, ইসমাইল আল সানী, সানোয়ার হোসেন,ফয়জুল হক বকুল,নাজমুল আলম,আব্দুল হামিদ, হান্নান আকাশ,
নরসিংপুর ইউনিয়ন ক্রিকেটলীগ (২০২৪-২৫) আসর পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা ও স্থায়ী কমিটির সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।