সাদপন্থীদের গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে তাহিরপুরে মিছিল সমাবেশ

- আপডেট সময় : ০১:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
টঙ্গি মাঠে নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত মুসল্লিদের উপর পরিকল্পিত হত্যাকাণ্ডের অপরাধী সাদপন্থী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও নিষিদ্ধের ঘোষণার দাবিতে তাহিরপুর উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলামের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মইনুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহ- সাধারণ সম্পাদক হযরত মাওলানা দ্বীন ইসলাম আজাদীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীগণ তাদের বক্তব্যে, টঙ্গী মাঠে নিরহ নিরস্র ঘুমন্ত মুসলিমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান।
প্রতিবাদ সমাবেশে প্রায় দুই শতাধিক মুসল্লী ও হেফাজতে ইসলাম এবং সর্বস্তরের ওলামা মাশায়েখ অংশ গ্রহণ করেন।পরে উপজেলা প্রশাসনের নিকট স্মারক লিপি প্রেরণ করেন নেতৃবৃন্দ।
শনিবার দুপুর ২ ঘটিকায় তাহিরপুর বাজার জামে মসজিদ থেকে মিছিল বের হয়। মিছিলপরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, উপদেষ্টা- মাওলানা শামসুদ্দিন, উপজেলা সহ- সাধারণ সম্পাদক- মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক- মাওলানা আব্দুস শহীদ, উপজেলা সহ-সাধারণ সম্পাদক- মাওলানা ছাবিতুর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক- মাওলানা মইনুল ইসলাম,উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা এরশাদুল আলম,মাওলানা ইশতিয়াক, মাওলানা তৌহিদুল আলম, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা হাফিজ ইয়াহিয়া,মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।