আল্লামা রাঈসুদ্দিন কালারুকী (রহ:) ছিলেন আল্লার ওলী ——-অধ্যক্ষ আবদুস সালাম

- আপডেট সময় : ০১:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
ছাতকের কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ রঈসুদ্দিন কালারুকী (রহ:) ইসালে সওয়াব উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় মাদরাসা কনফারেন্স হলে মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম। তিনি বলেন, প্রত্যেক মানুষের জন্য মৃত্যু অবধারিত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে নেক আমল করতে হবে। সাদকায়ে জারিয়া রেখে গেলে এর মাধ্যমে মানুষ স্মরণ রাখে। হেদায়তের পথে থেকে দ্বীনের শিক্ষা দানকারী ব্যক্তি আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়। মাওলানা রাঈসুদ্দিন কালারুকি (র.) এর নেক আমলের আলোচনা অনুসরণীয়। তিনি ছিলেন আল্লাহ পাকের একজন ওলী, ছিলেন রাসুল (সা:) প্রেমিক। তিনি দ্বীনের মহান খেদমত করে গেছেন। তাই মানুষ সারা জীবন তাঁকে স্মরণ করবে, তিনিও মানুষের মধ্যে অমর হয়ে থাকবেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফতেহপুর কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস শাকুর, হাসনাবাদ দারুল হাদিস টাইটেল মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম আবদুল কাদির, আক্তাপাড়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, মতিনিয়া শহিদিয়া হুফফাযু কুরআন পরিষদের সভাপতি হাফেজ ক্বারী আবদুল গফফার আল হাসান, শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা মুফতি আবদুস সালাম, জামিয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হাফিজ মাওলানা জাকির হোসাইন, কালারুকা দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল খায়ের, মাওলানা সাজ্জাদুর রহমান নকিবি, হাফিজ আলিম উদ্দিন, ইউনিটি ওয়েলফেয়ার সোসাইটি কালারুকার প্রচার সম্পাদক পাপলু মিয়া, সরকারি শিক্ষক মাস্টার আলমাছ প্রমূখ।