তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরন

- আপডেট সময় : ০২:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তেলিগাঁও গ্রামে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করছে তাহিরপুরের উদীয়মান সেচ্ছাসেবী সংগঠন তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি।
বুধবার (২৫) ডিসেম্বর বিকাল ২ ঘটিকায় স্হানীয় তেলিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কার্যক্রম সম্পন্ন হয়।
তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি’র সভাপতি আশরাফুল ইসলাম আকাশের সভাপতিত্বে এবং সমাজসেবা উপদেষ্টা সুজন মহীপালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মা: খায়রুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা উপদেষ্টা গোলাম কিবরিয়া, সহ কৃষি বিষযক সম্পাদক সাইফুর রহমান, তেলিগাও সঃপ্রাঃবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই পাল,গ্রামের ব্রাহ্মণ প্রতিনিধি বিদ্যুৎ ভট্টাচার্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্ল্যেখ্য যে, গত ৩০ শে নভেম্বর সেচ্ছাসেবা ও সামাজিক সেবার লক্ষ্য নিয়ে তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি’র আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে এ সংগঠনটি।