সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০.২০ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আব্দুল হাকিম (২৫), যিনি সুনামগঞ্জ সদর থানার পশ্চিমবাজার উমরগনির কলোনীর বাসিন্দা।
অভিযানটি আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার কালীবাড়ি রোডে আলো জুয়েলার্সের সামনে পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি টিম এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই পলাশ চৌধুরী দিপন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস এবং কনস্টেবল শামছুল হক। অভিযানকালে ৩৫০ মিলি ও ২০০ মিলির ৩৩টি প্লাস্টিক বোতলে সংরক্ষিত ১০.২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ আব্দুল হাকিমকে আগামীকাল (২৭ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।