সুনামগঞ্জ ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার দোয়ারাবাজারের ইউএনও নেহের নিগার তনু’র প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনারের বরাবর আবেদন কাঠইর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শিল্পপতি মইনুল ইসলাম বোরো ধান সংগ্রহে মিলার ও খাদ‍্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্র বৃদ্ধির দাবি বিএনপির সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ তাহিরপুরে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের ঝড়ে উড়ে গেল ভূমিহীন পরিবারের ঘর, নেই মাথা গোঁজার ঠাঁই ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে

মুসলিম সার্কেল অব কানাডার উদ্যোগে অ্যানুয়াল স্পিচ ও নলেজ কম্পিটিশন সম্পন্ন

মিনহাজ আহমেদ, কানাডা থেকে
  • আপডেট সময় : ০৫:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুসলিম সার্কেল অব কানাডা (এমসিসি) সাসকাটুন চ্যাপ্টার, কানাডার উদ্যোগে বিভিন্ন বয়সের বাচ্চাদের নিয়ে অ্যানুয়াল স্পিচ ও নলেজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ ডিসেম্বর সাসকাটুন ইসলামিক স্কুলে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিন ব্যাপী এ অনুষ্ঠান চলতে থাকে। এতে বিভিন্ন বয়সের শিশুরা অংশগ্রহণ করে।

প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, একে একে স্পিচ ও নলেজ কম্পিটিশন চলতে থাকে। কোরআন তেলাওয়াতের পরে কাজী রকিব আনছারীর টিম সমবেত কন্ঠে ” প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুলআলামিন” নাশিদটি পরিবেশন করেন। এর পর শুরু হয় বিভিন্ন গ্রুপের স্পিচ কম্পিটিশন। কম্পিটিশন বিরতিতে শিশুরা একের পর এক একক ভাবে ও যৌথভাবে নাশিদ, হামদে বারি তায়ালা ও ইসলামী সঙ্গিত পরিবেশন করতে থাকেন।

নলেজ কম্পিটিশন ও মাসনুন দুয়া প্রতিযোগিতা অনুষ্টানটিতে যোগ করেছিলো ভিন্ন এক মাত্রা। এসময় শিশুদের পাশাপাশি অভিভাবকদের আগ্রহ ছিলো বেশ সাড়া জাগানিয়া। বিকেল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন খুশি তেমন সাজো, নাশিদ ও একের পর একের হামদে বারি তায়ালায় মুখরিত ছিলো পুরো পোগ্রাম। পোগ্রাম শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন শাখা নেতৃবৃন্দ।


অনুষ্ঠান পরিচালনা করেন কাজী রকিব আনছারী, উপস্থাপনা করেন মারুফ ও জায়েদ ইবনে জালাল। বিচারকের দায়িত্ব পালন করেন মিনহাজ আহমেদ ও সামিউল ইসলাম।

শাখা ভারপ্রাপ্ত সভাপতি একেএম সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

এতে অনান্যর মধ্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাইন্যান্স সেক্রেটারি ইসমাইল হোসেন, শাখা সেক্রেটারি নুর হোসেন, মহিলা বিভাগ সভানেত্রী নূরজাহান উমা, ফায়েজুর রহমান, রওশান আক্তার, আয়েশা সিদ্দিকা, তাজিন সামসে আরা, আয়েশা আক্তার বিথি, জুহরা আক্তার, তাছলিমা চৌধুরী সুন্না, নাসিফ মাহমুদ, মফিজুল ইসলাম প্রমুখ।


এতে শিশুদের সাথে অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।
পোগ্রাম শেষে অভিভাবক মন্ডলী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এমন একটি চমৎকার পোগ্রামের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তাদের আহবানে সাড়া দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আগামীমতেও এ ধরণের পোগ্রাম চলমান থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুসলিম সার্কেল অব কানাডার উদ্যোগে অ্যানুয়াল স্পিচ ও নলেজ কম্পিটিশন সম্পন্ন

আপডেট সময় : ০৫:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মুসলিম সার্কেল অব কানাডা (এমসিসি) সাসকাটুন চ্যাপ্টার, কানাডার উদ্যোগে বিভিন্ন বয়সের বাচ্চাদের নিয়ে অ্যানুয়াল স্পিচ ও নলেজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ ডিসেম্বর সাসকাটুন ইসলামিক স্কুলে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিন ব্যাপী এ অনুষ্ঠান চলতে থাকে। এতে বিভিন্ন বয়সের শিশুরা অংশগ্রহণ করে।

প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, একে একে স্পিচ ও নলেজ কম্পিটিশন চলতে থাকে। কোরআন তেলাওয়াতের পরে কাজী রকিব আনছারীর টিম সমবেত কন্ঠে ” প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুলআলামিন” নাশিদটি পরিবেশন করেন। এর পর শুরু হয় বিভিন্ন গ্রুপের স্পিচ কম্পিটিশন। কম্পিটিশন বিরতিতে শিশুরা একের পর এক একক ভাবে ও যৌথভাবে নাশিদ, হামদে বারি তায়ালা ও ইসলামী সঙ্গিত পরিবেশন করতে থাকেন।

নলেজ কম্পিটিশন ও মাসনুন দুয়া প্রতিযোগিতা অনুষ্টানটিতে যোগ করেছিলো ভিন্ন এক মাত্রা। এসময় শিশুদের পাশাপাশি অভিভাবকদের আগ্রহ ছিলো বেশ সাড়া জাগানিয়া। বিকেল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন খুশি তেমন সাজো, নাশিদ ও একের পর একের হামদে বারি তায়ালায় মুখরিত ছিলো পুরো পোগ্রাম। পোগ্রাম শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন শাখা নেতৃবৃন্দ।


অনুষ্ঠান পরিচালনা করেন কাজী রকিব আনছারী, উপস্থাপনা করেন মারুফ ও জায়েদ ইবনে জালাল। বিচারকের দায়িত্ব পালন করেন মিনহাজ আহমেদ ও সামিউল ইসলাম।

শাখা ভারপ্রাপ্ত সভাপতি একেএম সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

এতে অনান্যর মধ্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাইন্যান্স সেক্রেটারি ইসমাইল হোসেন, শাখা সেক্রেটারি নুর হোসেন, মহিলা বিভাগ সভানেত্রী নূরজাহান উমা, ফায়েজুর রহমান, রওশান আক্তার, আয়েশা সিদ্দিকা, তাজিন সামসে আরা, আয়েশা আক্তার বিথি, জুহরা আক্তার, তাছলিমা চৌধুরী সুন্না, নাসিফ মাহমুদ, মফিজুল ইসলাম প্রমুখ।


এতে শিশুদের সাথে অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।
পোগ্রাম শেষে অভিভাবক মন্ডলী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এমন একটি চমৎকার পোগ্রামের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তাদের আহবানে সাড়া দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আগামীমতেও এ ধরণের পোগ্রাম চলমান থাকবে বলে জানান।