সংবাদ শিরোনাম ::
শিশুদেরকে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- ডা. আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
বিশিষ্ট নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আবুল কালাম বলেছেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই আগামীর সমৃদ্ধ উন্নত স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি হবে। এজন্য শিশুদেরকে আদর্শ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নপর ঝরঝরিয়া আদর্শ একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে ৫ নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল হোসেন ভূঁইয়া সাহেব, স্কুলের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন রাজু সাহেব, বিশিষ্ট সমাজসেবক সুলতন আহমেদ সাহেবসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।