ছাত্র জনতার উপর গুলিবর্ষণ সুনামগঞ্জ পৌর মেয়রসহ ৫ আওয়ামী লীগ নেতা কারাগারে

- আপডেট সময় : ০৭:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়েরকৃত সুনামগঞ্জের আলোচিত দ্রুত বিচার মামলায় ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান।
রোববার বেলা ১১টায় সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এই ৫ আওয়ামী লীগ নেতা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
এ সময় আসামী পক্ষে জামিন শুনানিতে অংশ গ্রহণ করেন সিনিয়র আইনজীবী এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট প্রদীপ কুমার রায়, এডভোকেট রবিউল লেইছ রোকেশ, এডভোকেট নজরুল ইসলাম শেফু, এডভোকেট চাঁন মিয়া, এডভোকেট আব্দুল হামিদ, ড. খায়রুল কবির রুমেন, এডভোকেট শুকুর আলীসহ অর্ধশতাধিক আইনজীবী।
অপদিকে বাদীপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানীতে অংশগ্রহণ করেন এডভোকেট মাসুক আলম, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মোশাহিদ আলী, এডভোকেট আবুল বাশার প্রমুখ।
প্রসঙ্গত, বিগত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের গুলিতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এঘটনায় সাবেক মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি রঞ্জিত সরকারসহ ৯৯ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ পুর্বক অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ৭/২৪ইং মোকদ্দমা দায়ের করা হয়।
এই মামলায় এম এ মান্নান ও মহিবুর রহমান মানিক জামিনে মুক্ত আছেন।