অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ফারুক আহমেদ,র অর্থ সহায়তা প্রদান

- আপডেট সময় : ০৮:২৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ এক অগ্নিকান্ডে তিন পরিবারের ঘর পুড়ে ছাঁই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাহায্যে এগিয়ে এলেন বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ফারুক আহমেদ।
তিনি রবিবার(২৯ডিসেম্বর)বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানে পরিদর্শনে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঘর মেরামতের জন্য ক্ষতিগ্রস্ত তিন পরিবারের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেন।তিনি বলেন,অগ্নিকাণ্ডে তিনটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া সম্ভব নয়, তবে এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, তারা যেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়। পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থা এবং সমাজের বৃত্তবান ব্যক্তিরাও যেন সহায়তায় এগিয়ে আসেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর,সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন,যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ,এম,নাছির আহমেদ, বিএনপি নেতা মোহাম্মদ আলী,হাফিজুর রহমান,আক্কাস মিয়া,মুজাহিদ উদ্দিন,মুজিবুর রহমান,সফিকুল ইসলাম,আক্তার হোসেন শওকত আলী,আফরোজ আলী,সুহেল মিয়া,বিশিষ্ট মুরব্বি সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর আসামমুড়া গ্রামের হাবিজুরের বাড়িতে বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তিনটি পরিবারের ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় বসতঘরে থাকা নগদ ৮০হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ ১০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।