পোশাক শিল্পের ঐতিহ্যবাহী ব্র্যান্ড লার্কের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা
ব্যবসার পাশাপাশি মানবসেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লার্ক

- আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
দেশীয় পোশাকের ঐতিহ্যবাহী ব্র্যান্ড লার্ক সুনামগঞ্জ আউটলেটে পণ্য কেনাকাটার ওপর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ৬ টায় লার্কের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ শোরুমে এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
লার্ক সুনামগঞ্জ আউটলেটের ব্যবস্থাপনা পরিচালক অনুপম ইসলাম আকাশ এর সভাপতিত্বে ও এস.এম.এ ফয়সালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যেট মোঃ রুকন উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে লার্কের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন লার্ক ক্লথ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম।
তিনি বলেন, মানুষের রুচিশীলতার চাহিদাকে প্রাধান্য দিয়ে ২০০৪ সালে লার্ক ক্লথ ইন্ডাস্ট্রি যাত্রা শুরু করে।প্রতিষ্ঠালগ্ন থেকে লার্ক ব্যবসার পাশাপাশি মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
তিনি আরো বলেন, আমরা আশা করি লার্ক সুনামগঞ্জের মানুষের কাপড়ের চাহিদা মিটিয়ে আরো বহুদূর এগিয়ে যাবে।
পরে তিনি মেগা পুরস্কার মোটরসাইকেল ও ফ্রিজসহ মোট পঁচিশটি গিফট ভাউচার বিজয়ীদের হতে তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে লার্কের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।