সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির নতুন বই বিতরণ

- আপডেট সময় : ০৬:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ট শ্রেণির বই বিতরণ অনুষ্টিত। আজ, ৫জানুয়ারি ২০২৫, রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন বিদ্যালয়ের শিক্ষকরা নতুন পাঠ্যবইগুলো ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃমোস্তফা মিয়া, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির সাবেক সভাপতি হাজী মতছিন আলী,অভিভাবক গোলাম কিবরিয়া, ডাঃইদ্রিছ আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃতাহাজ্জুদ আলী,অধ্যাপক মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা মন্ডলি। এছাড়া অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে কাজ করেন, যাতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা তাদের পাঠ্যবই পেয়ে শিক্ষা জীবনে আরও একধাপ এগিয়ে যেতে পারে।
এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন বই নিয়ে পড়াশোনায় মনোযোগী হয়ে একটি সুন্দর শিক্ষা জীবন শুরু করবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম।