দোয়ারাবাজার বিএনপির বিশাল কর্মীসভা

- আপডেট সময় : ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলা বিএনপির বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিমউদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট আব্দুল হক।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, পি.পি মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, নাজির আহমদ, আকবর আলী, সামছুল হক নমু, আবুল মনসুর মো. শওকত, আনছার উদ্দিন, মো. মুনাজ্জির হোসেন (সুজন), কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহবায়ক আনিসুল হক, আব্দুর রহমান, আব্দুল বারি, সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান কামরুল, নাসিম উদ্দিন লালা, আব্দুর রশিদ চৌধুরী, নুর আলী, অ্যাডভোকেট ফজলুল হক, অ্যাডভোকেট ছালেহ আহমদ, সাবেক ছাত্রদল নেতা এটিএম হেলাল, আনিনুর রশিদ আমিন, ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশীদ, আলতাফুর রহমান খসরু, আব্দুল মানিক মাস্টার, খুরশেদ আলম, এখলাছুর রহমান তালুকদার, খলিলুর রহমান, এইচ এম কামাল, ছমির উদ্দিন মাস্টার, আবু হেনা আজিজ, সৈদুল বশর, আমান উল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক আবদুল আজিজ, নুর আলম, আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান, যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।