সংবাদ শিরোনাম ::
দুর্নীতি বিরোধী মানববন্ধনের শুরুতেই ব্যানার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক ::
- আপডেট সময় : ১০:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৫৯৮ বার পড়া হয়েছে
তাহিরপুরে চলমান হাওড়ের বাঁধ নির্মাণে গঠিত পিআইসির অনিয়ম দূর্নীতি, যাদুকাটা ও পাটলাই নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা ও ব্যানার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় আয়োজিত তাহিরপুরের বিভিন্ন জায়গায় যাদুকাটা, পাটলাই এবং পিআইসির দুর্নীতির প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করে সচেতন ছাত্র সমাজ।
আয়োজকদের উপর অতর্কিত হামলা করে ব্যানার ছিনিয়ে নেওয়ার এবং মানববন্ধন পন্ড করার অভিযোগ করেছেন সচেতন ছাত্রজনতার নেতৃত্বে থাকা সাইমন আহমদ, আনিসুর রহমান, সাকিব।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ব্যানার ছিনিয়ে নেওয়ার খবর পেয়েছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।