অ্যাডভোকেট’স প্রিমিয়ার লিগ (এপিএল) এর সিজন-২ উদ্বোধন

- আপডেট সময় : ০২:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে অ্যাডভোকেট’স প্রিমিয়ার লিগ (এপিএল) এর সিজন-২ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শেরেনূর আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ্দিন কবির, সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীবনকৃষ্ণ মোদক, সাবেক পি.পি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মঞ্জুর চৌধুরী। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা আইনজীবী সমিতির সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম আরিফ।
অ্যাডভোকেট’স প্রিমিয়ার লিগ (এপিএল) এর সিজন-২ এ ছয়টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় টিম সুরমা লিগ্যাল টাইটান ও টাঙ্গুয়া এক্সপ্রেস। খেলায় সুরমা সুরমা লিগ্যাল টাইটান ৩ উইকেটে জয়লাভ করে।