১৩ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী লিটন চন্দ্র পাল পাগল হয়ে খুঁজছেন মা

- আপডেট সময় : ০৫:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
গত ১৩দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী লিটন চন্দ্র পাল (২২)।
প্রশাসন ও হৃদয়বান ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করছেন তার পরিবার।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শুভা রানী,পটল পাল দম্পতির ঘরে জন্ম নেওয়া লিটন চন্দ্র পাল(২২) নামে এক প্রতিবন্ধী ১৩দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ১ লা ডিসেম্বর শ্রীপুর বাজার এলাকা থেকে নিখোঁজ হয় কিশোর লিটন চন্দ্র পাল।
সন্তান হারানোর শোকে নির্বাক হয়ে পড়েছেন অসহায় (মা)শুভা রানী পাল, প্রতিদিন দু’চোখ ভরা আশা নিয়ে ছুটছেন এ গ্রাম থেকে ওই গ্রামে, ও বিভিন্ন হাট-বাজারে।
তবুও কোথায় পাচ্ছেন না তার প্রতিবন্ধী ছেলে লিটন চন্দ্র পাল এর সন্ধান।
জন্মের পর স্বাভাবিক ভাবেই বেড়ে উঠছিল লিটন।কিন্তু নিয়তির কি নির্মম পরিহাসে হঠাৎ টায়ফয়েড জ্বরে আক্রান্ত হয়ে শিশুকালেই লিটন হারায় তার চোখ দুটি। সেই থেকে তার চোখে কোন কিছু স্পষ্ট ভাবে দেখতে পায়।
দিনমজুর মায়ের পরিবারে অভাব-অনটনের মধ্যেই বেড়ে উঠছিল সে।
তার (মা) প্রতিবেশীদের পরামর্শে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করতে প্রস্তত্তি নিচ্ছেন।
অসহায় মা কান্না জড়িত কন্ঠে কেঁদে কেঁদে বলেন, পাথর ভাঙ্গা মিলে দিনমজুরি শ্রমিকের কাজ করে মা বাবার বাড়িতে তার ছেলে,ও মায়ের সংসার কোনভাবে টানাহেঁচড়া করে চলে।
এমন অবস্থার মধ্যে ছেলে নিখোঁজের ঘটনায় ভেঙ্গে পড়েছেন(মা)। অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও সন্ধান পাচ্ছেন না একমাত্র ছেলে লিটন এর
লোকজনের মুখে শুনে গণমাধ্যমরে কাছে ছেলেকে খুঁজে পেতে একটু সহযোগীতা চান এই অসহায় মা।
তিনি আরও জানান, নিখোজঁ হওয়ার সময় লিটন চন্দ্র পালের পরনে ছিল জ্যাকেট ও ফুল প্যান্ট।
তার উচ্চতা ৬ফুট গায়ের রং-শ্যামলা মুখমণ্ডল তার চেপটা।
কোন হৃদয়বান ব্যক্তি ও প্রশাসন তার সন্ধান পেলে প্রতিববন্ধী লিটন চন্দ্র পাল এর আপন(মামা )সুধাবিন্দু পাল এর ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করলেন।
মোবাইল নং:- সুধাবিন্দু পাল 01735-760212