সুনামগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পরবর্তী বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
রোববার সন্ধ্যায় পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর নাট মন্দিরে এই পুনর্মিলনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত দুর্গাপূজায় জেলার সবচেয়ে সুন্দর পূজামণ্ডপ হিসেবে জেলার তাহিরপুর উপজেলার সূর্যেরগাঁও পূজামণ্ডপকে পুরস্কৃত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
লা পূজা উদযাপন পরিষেদর সাধারণ সম্পাদক বিমল বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি বিমান কান্তি রায়।
অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী হৃদয়ানন্দজী মহারাজ, শ্রী শ্রী জগন্নাথ জিউর নাট মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর বক্তব্যে বলেন, এটি একটি আনন্দ আয়োজন। সুনামগঞ্জে আমাদের সকলের চেষ্টায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তাই এই আনন্দ আয়োজন করেছি আমরা।