শোকসভায় বক্তারা
আন্তরিক ও মহৎপ্রাণ মানুষ ছিলেন এড. আনোয়ার হোসেন

- আপডেট সময় : ০৪:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য, আইনজীবী ও সাংবাদিক মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শোকসভায় সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শোকসভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সহ সভাপতি সৈয়দ মুহিবুল ইসলাম, সুখেন্দু সেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রোকেস লেইস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাসুক আহমদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, অ্যাডভোকেট জমির হোসেন, লেখক-কবি ইশতিয়াক রুপু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, জেলা সিপিবির সভাপতি ও জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, মো. আনোয়ার হোসেনের সহপাঠি কার্তিক রায়, মরহুম মো. আনোয়ার হোসেনের ভাতিজা সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, সহ সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী ও অ্যাডভোকেট এ আর জুয়েল’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শোকসভা শেষে মরহুম মরহুম মো. আনোয়ার হোসেনের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর মরহুম মো. আনোয়ার হোসেনের পরিবারের হাতে শোকবার্তা তুলে দেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, মো. আনোয়ার হোসেন আন্তরিক ও মহৎপ্রাণ মানুষ ছিলেন। গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনী সেবা দিয়েছেন। একজন নিরহংকার, পরোপকারী, সৎ ও সাদামনের মানুষ ছিলেন তিনি। বক্তব্যে মো. আনোয়ার হোসেনের স্মৃতির প্রতি সকলে গভীর শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি ও শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র কার্যকরি কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন (৪৯) গত শনিবার রাতে হৃদরোগে মৃত্যুবরণ করেন। তিনি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও বিভিন্ন সমাজসেবা মূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, স্পষ্টভাষী, বন্ধুবৎসল ও সদালাপী ছিলেন।