তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে তারুণ্য মেলা’র উদ্বোধন

- আপডেট সময় : ০৬:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে ১০ দিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪) জানুয়ারি ২০২৫ তারিখ জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে ঐহিত্য জাদুঘর সংলগ্ন ঐতিহ্য প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে তারুণ্য মেলা’র উদ্বোধন করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; জনাব জসিম উদ্দিন, সিভিল সার্জন, সুনামগঞ্জ; জনাব বিমল চন্দ্র সোম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
তারুণ্য উৎসবের মেলা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।