ঢাকাস্থ সুনামগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / 324
আমার সুনামগঞ্জ ডেস্কঃ
ঢাকার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত সুনামগঞ্জের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ এবং কৃতী ও সদ্য পাশ করাদের সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে সংগঠনের সভাপতি রবিউল আউয়াল রবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াস গ্রুপের এমডি প্রদ্যুত কুমার তালুকদার, সুনামগঞ্জ সমিতির প্রচার সম্পাদক উমর ফারুক, দিরাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মনসুর আলম, দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসাইন, ছাত্রলীগের কেন্দীয় কমিটির সদস্য মিহির দাস ও ওয়াসিম আকরাম, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাহরিয়ার ও সেক্রেটারি তারেক আজিজ উপস্থিত ছিলেন।













