দীর্ঘ এক যুগ পর নির্বাচন
বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক হারুন

- আপডেট সময় : ০৫:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নজরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ঘোড়া প্রতিক নিয়ে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মটরসাইকেল প্রতিক নিয়ে সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুর রহমান শাওন মোরগ প্রতিকে ২৬২ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতিকে ৭শ’ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলসি প্রতিকে ২৫৪ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান দোয়াত কলম প্রতিক নিয়ে ৪৪৩ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে ৪০৭ ভোট পেয়েছেন।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন বাদাঘাট বাজার বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী।
এসময় তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে বনিক সমিতির সভাপতি পদে ৭ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধক্ষ পদে ৩ জনসহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে ১২২৯ ভোটের মধ্যে ১২০১ জন ভোটার তাদের ভোট প্রদান করে।