বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে : তারেক রহমান

- আপডেট সময় : ১২:৪৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 111
আগামীদিনের বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে। আর এ জন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এ আহ্বান জানান। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন।
গুম-খুন, নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি উল্লেখ করে তারেক রহমান বলেন, আমি মনে করি, একটি ঝড় গিয়েছে। পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে।
তারেক রহমান আরও বলেন, আজ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।
দলের সদস্যপদ নবায়ন কার্যক্রমের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের স্লোগান নির্ভর রাজনীতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয়।
সূত্র : এনটিভিঅনলাই