সংবাদ শিরোনাম ::
ইত্তেফাকুল হুফফাজ ফাউন্ডেশন হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্হান অধিকার করেছে আহমদ আব্দুল্লাহ সাকিফ

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ১২:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 139
ইত্তেফাকুল হুফফাজ ফাউন্ডেশন কামরুপদলং আয়োজিত সুনামগঞ্জ জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় আহমদ আব্দুল্লাহ সাকিফ ১ম স্থান অর্জন করেছে।
.
এটা বছরের শেষ প্রতিযোগিতা। ২৩ ও ২৪ সালে সাকিফ উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
সাকিফ ১৫টার মতো ক্রেস্ট, সনদপত্র অর্জন করেছে। এজন্য তানযিলুল কুরআন হিফজ একাডেমি’র পরিচালক জনাব হাফেজ রায়হানুল ইসলাম এর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেছেন তার অভিভবকরা।
.
সাকিফ এবার দাখিল ৬ষ্ট শ্রেণিতে পড়বে। আল্লাহ যেন সাকিফকে মানবতার জন্য, মাতৃভূমির জন্য, সর্বোপুরি ইসলামের জন্য কবুল করেন। পৃথিবীর সকল সন্তানকে সত্য ও সুন্দরের পথে চলার তাওফিক দিন। পিতা-মাতার চক্ষু শীতলকারী হিসেবে কবুল করুন এমনটাই প্রত্যাশা সাকিফের পিতা সুহেল আলমের।