ছফির উদ্দিন লিলু মিয়া মাস্টার স্মরণে আলোচনাসভা দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৮:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
মাদরাসা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব, দারুলহুদা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ছফির উদ্দিন লিলু মিয়া মাস্টার স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দারুলহুদা দাখিল মাদরাসার আয়োজিত প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।
মাদরাসার সসভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আকবর আলী, কুরবানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বরকত, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওদুদ, সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহমদ, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার পাল।
সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছমরু মিয়া, সাবেক মেম্বার মোঃ আব্দুল হান্নান, মোঃ আঙ্গুর আলম, হাবিবুর রহমান, আসকর আলী, মোঃ হাবিবুর রহমান, মোঃ শামস উদ্দিন, লোকমান আহমদ, মোঃ আব্দুল কাদির, মরহুমের ছোট ভাই গিয়াস উদ্দিন, সহকারী মৌলভী মোঃ আব্দুর রহিম, সাবেক শিক্ষার্থী নাছির উদ্দীন, দাখিল পরীক্ষার্থী মোঃ আজমল হোসেন প্রমুখ।
সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ নাদের হোসেন।