সুনামগঞ্জ আইনজীবী সমিতির নৈভোজ, ৩ জৈষ্ট আইনজীবীকে সম্মাননা প্রদান

- আপডেট সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
আইন পেশায় ৫০ বছর অতিক্রম করায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র ৩ আইনজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
তারা হলেন সাংবাদিক কলামিষ্ট আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, লেখক গবেষক আইনজীবী স্বপন কুমার দেব, সিনিয়র আইনজীবী আবুল কাশেম। স্বপন কুমার দেব প্রবাসে থাকায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ তাঁর জুনিয়র এডভোকেট মির্জা আবু তাহের মোহন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় সুনামগঞ্জ আইনজীবী সমিতি প্রাংগনে অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈষভোজ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বার্ষিক নৈষভোজ অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সেরেনুর আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো: হেমায়েত উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকন উদ্দিন কবির, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সিভিল সার্জন জসিম উদ্দিন, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল প্রমুখ।