সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, তিন বোন আহত

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৬:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যু ও সাথে থাকা তিন বোন আহত হয়েছেন। নিহত ওই ভাইয়ের নাম লোকনাথ বনিক (৪০)।সে সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজারের প্রদীপ বনিকের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চার ভাই বোন মিলে সিএনজি যোগে ওয়েজখালী যাচ্ছিল। এসময় ওয়েজখালী পয়েন্টের কাছে পৌছালে সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে যায়।
এতে লোকনাথ গুরতর আহত হয় ও কিছুক্ষণ পরে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় সাথে থাকা তার তিন বোন গুরতর আহত হয়। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান নিহত লোকনাথের লাশ তার পরিবারেত কাছে হস্তান্তর করা হয়েছে।