সুনামগঞ্জ ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার দোয়ারাবাজারের ইউএনও নেহের নিগার তনু’র প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনারের বরাবর আবেদন কাঠইর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শিল্পপতি মইনুল ইসলাম বোরো ধান সংগ্রহে মিলার ও খাদ‍্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্র বৃদ্ধির দাবি বিএনপির সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ তাহিরপুরে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের ঝড়ে উড়ে গেল ভূমিহীন পরিবারের ঘর, নেই মাথা গোঁজার ঠাঁই ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হা ম লা, চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী ও এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বহিষ্কৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আমার দেশকে বলেন, জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় ৭৩ জন এবং চবি সাংবাদিক সমিতির এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, আমার কাছে বহিষ্কার আদেশ বা ইস্যু করা কোন চিঠি এখনো আসেনি। তবে গত সোমবার শিক্ষার্থী বহিষ্কার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি। আর ২৪ জানুয়ারি শুক্রবার এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে৷

এর আগে গত ১৪ ও ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। এতে দুইজন শিক্ষার্থী আহত হন। একই দিন কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধর ও নারী শিক্ষার্থীদের হেনস্তা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া গত ৩১ জুলাই দুই শিক্ষকের বাসায় ৮টি বোমা হামলা ও ক্যাম্পাসের দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক শাহ রিয়াজকে মারধর করে ছাত্রলীগের ১৩ নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হা ম লা, চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৬:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী ও এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বহিষ্কৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আমার দেশকে বলেন, জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় ৭৩ জন এবং চবি সাংবাদিক সমিতির এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, আমার কাছে বহিষ্কার আদেশ বা ইস্যু করা কোন চিঠি এখনো আসেনি। তবে গত সোমবার শিক্ষার্থী বহিষ্কার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি। আর ২৪ জানুয়ারি শুক্রবার এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে৷

এর আগে গত ১৪ ও ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। এতে দুইজন শিক্ষার্থী আহত হন। একই দিন কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধর ও নারী শিক্ষার্থীদের হেনস্তা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া গত ৩১ জুলাই দুই শিক্ষকের বাসায় ৮টি বোমা হামলা ও ক্যাম্পাসের দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক শাহ রিয়াজকে মারধর করে ছাত্রলীগের ১৩ নেতাকর্মীরা।