শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ রেজাউল করিম
অসহায় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন

- আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ লুৎফুর রহমান দুলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোঃ রেজাউল করিম। তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল। বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ হাসান আলী, পৌর সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপদেষ্টা আব্দুস সাত্তার মু. মামুন, সুলেমান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মজলুম, নিপীড়িত ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি সার্বিক সহযোগিতায় সবসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের পাশে রয়েছে।
পরে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।