দোয়ারাবাজার কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে সুনামগঞ্জে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা নব নির্বাচিত পিপি,এজিপি,এপিপিদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে শহরে কাজির পয়েন্টে দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা, আমিনুল হক,ডা: আব্দুল হাকিম, এড চান মিয়া,এড রফিকুল আলম,এড আ: হামিদ,মো: ফয়জুর রহমান, এড আব্দুল আজাদ রোমান, সমিতির সদস্য মানিক মাষ্টার, আ: ওয়াহিদ চেয়ারম্যান,এড সাইদুর রহমান।
দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির
সাধারণ সম্পাদক আফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন পিপি এড সামসুর রহমান, এপিপি এড মো: জামাল উদ্দিন ,এড মোহাম্মদ মাসুক মিয়া,এড ফজলুল হক, এড গেয়াস উদ্দিন, এড সালেহ আহমদ, এড আইন উদ্দিন, এড মুহাম্মদ জয়নাল আবেদীন, এড আব্দুল গাফফার,,এড আব্দুর রউফ, ও এজিপি জহুরা খাতুন’কে।
সম্মাননা স্মারক পেয়ে সংবর্ধিত ব্যক্তিরা জানান, সুনামগঞ্জে বসবাসকারী দোয়ারাবাজার উপজেলার বাসিন্দাদের সকল অর্জনের পিছনে দোয়ারা বাজার মানুষের ভালবাসা মিশে আছে।
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উঠে এসে আজকে যারা প্রতিষ্ঠিত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সবকিছুর প্রতি দোয়ারা বাজার মানুষের ভালবাসার ফসল। এসময় তারা সংগঠনের প্রতি সম্মান জানিয়ে দোয়ারা বাজারের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বেলায়েত মাষ্টার, খলিলুর রহমান,অশিত তালুকদার, কবির আহমদ, প্রণয় চক্রবর্তী, বিপলু রঞ্জন দাস,নূর আহমেদ মাসুম।