দ্রব্যমূল বৃদ্ধির প্রতিবাদে জাতীয়পার্টির মানববন্ধন

- আপডেট সময় : ০১:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / 213
নিজস্ব প্রতিবেদক:
চাল, ডাল, আটাসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় পার্টি।
বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, সহসভাপতি শওকত আলী, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, যুগ্ম—আহ্বায়ক জসিম উদ্দিন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ।
বক্তারা বলেন, প্রতিনিয়ত তো হু হু করে চাল, ডাল, পেয়াজ ও ভোজ্যতেলের দাম বাড়ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় নিম্ন—আয়ের মানুষের ক্ষুব্ধ। অবিলম্বে বাজারে জিনিসপত্রের দাম না কমালে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গৌরারং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মোমেন, সদর উপজেলার জাতীয় পার্টির মহিলা বিষয়ক সেক্রেটারি ফরিদা বেগম, সদস্য সীমা বিশ্বাস, শিউলি, আঁখি প্রমুখ।