মিডিয়া কর্মীদের সাথে জেলা কাবিটা মনিটরিং কমিটির মতবিনিময়

- আপডেট সময় : ০৪:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
হাওরে ফসল রক্ষা বাধ নির্মানে গঠিত জেলা কাবিটা মনিটরিং কমিটির সাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২৮ ফেব্রুয়ারীর মধ্যে হাওরের সকল বাধ নির্মান কাজ সমাপ্ত করার জন্য জোর দেয়া হয়।
গনমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে বলেন, বাধ নির্মানে গঠিত ৬৭৫ টি প্রকল্পের মধ্যে ১০৫ টি ক্লোজার (ঝুঁকিপুর্ণ বাধ) রয়েছে। এগুলির কাজ এখনি শেষ করতে না পারলে পানির চাপে বাধ টিকানো সম্ভব হবে না।
সভায় উন্মুক্ত আলোচনায় গনমাধ্যম কর্মীদের এসব আলোচনার প্রেক্ষিতে জেলা কাবিটা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বাধ নির্মানের সহিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের স্বচ্ছতা জবাবদিহিতার সহিত নিজ নিজ দ্বায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
শনিবার (২৫ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার, সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা কাবিটা কমিটির সদস্য এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কাবিটা কমিটির সদস্য এডভোকেট সেরেনুর আলী,
সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ দে, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, জেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, কাবিটা কমিটির সদস্য ও এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, কাবিটা কমিটির সদস্য আবু নাসার, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, জেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য কানিজ সুলতানা, চ্যানেল ২৪ প্রতিনিধি এআর জুয়েল, সাংবাদিক জাকির হোসেন, সময় টিভি প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ।