সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থার ত্রান বিতরণ

- আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / 106
আনোয়ার হোসাইন : দিরাই-শাল্লা প্রতিনিধি
শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থা নামে একটি সংগঠন। জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকাল ৪ টায় সুনামগঞ্জে শাল্লা উপজেলার ১ নং আটগাও ইউনিয়নের আটগাও গ্রামে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পিয়াষ চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম
সংস্থাটির নির্বাহী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য বলেন আমরা আপনাদের সাথে কাজ করতে চাই এলাকার মানুষের সেবা করতে চাই
যে কোন প্রয়োজনে আপনারা আমার নাম্বারে ফোন দিবেন আমি সব সময় আপনাদের সেবা রয়েছি,
সংস্থার নির্বাহী পরিচালক
বলেন, মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। শীতার্তদের কষ্ট লাঘব করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ আমাদের সংস্থার সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। আমরা বিশ্বাস করি, একে অপরের পাশে দাঁড়ালে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।