সুনামগঞ্জ জেলা শিবিরের দিনব্যাপী থানা দায়িত্বশীলদের কর্মশালা

- আপডেট সময় : ০২:২৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জের প্রেসক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহিদী।
জেলা সভাপতি মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান ও সাবেক জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, কায়েম থাকা দীর্ঘ ফ্যাসিবাদের পর ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ যে নেয়ামত আমাদের দিয়েছেন তার পূর্ণ প্রতিফলন আমাদের ঘটানো প্রয়োজন।
আমাদের শহীদদের ত্যাগের নজরানা গুলোকে প্রেরণার উৎস হিসেবে নিয়ে ময়দান পরিচালনায় দক্ষ নাবিকের ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।
কর্মশালায় ২০২৫ সাংগঠনিক সেশনের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করা হয়।
জেলা সভাপতির সমাপনী বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালা শেষ হয়।
জাযাকাল্লাহ