টাঙ্গুয়ার হাওরে বাঁধ ভেঙ্গে ৩ হাজার একর ফসলি জমি পানির নিচে

- আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙ্গে গেছে। এতে প্রায় ৩ হাজার একর ফসলি জমি পানি নিচে তলিয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারের পাশের নজরখালী বাঁধ ভেঙ্গে যায়। এর আগে প্রায় ৭ দিন হাওর পাড়ের কৃষকরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বাঁধটি টিকিয়ে রাখার চেষ্টা করেন। উজানী ঢল ও বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আর শেষ রক্ষা হল না। অসময়ে বাঁধ ভেঙ্গে যাওয়ায় হাওরপাড়ের ৮২টি গ্রামের কৃষকদের স্বপ্ন ভঙ্গ হয়েছে।
হাওর পাড়ের হুকুম পুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানিয়েছেন, ফসল পরিপক্ক হওয়ার জন্য আরো ১৫/২০দিন অপেক্ষা করতে হতো, তার আগেই বাঁধ ভেঙ্গে যাওয়ায় কিছুই আর ঘরে তোলা গেল না। মানুষের পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংগ্রহেরও আর সুযোগ রইল না।
খোজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৮২টি গ্রামের কৃষকগন টাঙ্গুয়ার হাওরে বোরো চাষাবাদ করে থাকেন। প্রায় ২৪ হাজার একর আয়তনের এই হাওরে প্রায় ৩ হাজার একর ফসলি জমি রয়েছে। টাঙ্গুয়ার হাওরের নজখালি বাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড কৃর্তক এবছর ৬ লক্ষ টাকার বরাদ্ধ দেওয়া হয়। হাওর পাড়ের রামসিংহপুর গ্রামের নান্টু সরকারকে এই পিআইসির সভাপতি নিয়োগ দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ দুর্বল বাঁধ নির্মানের দরুন প্রথম ধাক্কাতেই বাঁধ ভেঙ্গে যায়। স্থানীয়রা জানিয়েছেন, এই বাঁধ ভেঙ্গে যাওয়ায় পার্শ¦বর্তী গলগইল্যা, হানিয়া কলমা, খাউজ্যাউড়ি হাওরের বাঁধও ঝুকির সম্মূখীন হয়েছে।