১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫ পরিবার, দ্রুত সংযোগের আবেদন

- আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের ৫ টি পরিবার ১৫ দিন ধরে বিদ্যুৎহীন জীবনযাপন করছেন৷ তাই দ্রুত সময়ের মধ্যে ওই পরিবারগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য জেলা পল্লিদ্যুৎ সমিতির জিএম বরাবর আবেদন করেছেন আস্তমা গ্রামের ইরফান মিয়া গংরা৷
আবেদন সুত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের ৫ টি পরিবারে বিগত ১৫ বছর ধরে পল্লী বিদ্যুতের সংযোগ পেয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত ব্যবহার করে আসছেন।
গত ১৫ জানুয়ারি ঘুম থেকে উঠে তারা দেখতে পান বিদ্যুতের লাইনটি ছিড়ে মাটিতে পড়ে রয়েছে। বিদ্যুতের লাইন ছিড়া দেখতে পেয়ে তারা শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে লোক গিয়ে ৫ টি পরিবারের লাইন বিচ্ছিন্ন করে ট্রান্সমিটার চালু করে চলে আসেন। তারপর থেকে তারা বারবার অফিসে যোগাযোগ করলেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি পল্লিবিদ্যুৎ অফিস।
এবং সামনের বাড়ির ময়নুল ইসলাম সংযোগটি পূণরায় নির্মাণে বাঁধার সৃষ্টি করছেন। সেই থেকে এখন পর্যন্ত ৫ টি পরিবার বিদ্যুতবিহীন হয়ে রয়েছে । এমতাবস্থায় এই ৫ টি পরিবারের কোমলমতি ছেলে মেয়ের পড়ালেখার বিঘ্নসহ বৃদ্ধ নারী পুরুষদের প্রতিনিয়ত সমস্যয় পড়তে হচ্ছে৷ তাই বিদ্যুৎহীন ৫ টি পরিবারের কথা চিন্তা করে বিদ্যুতের লাইন দ্রুত সংস্কার করে সংযোগ স্থাপনের ব্যবস্থা গ্রহনের জিএম বরাবর এমন আকুল আবেদন করেছেন তারা৷
আবেদনের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু বলেন, বিদ্যুৎ অফিসের কোন সমস্যার জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়নি। তাদের মধ্যে একজন লাইন দিতে সমস্যা করছেন৷ এটা সমাধান হলে সাথে সাথেই সংযোগ দেয়া হবে৷