সুনামগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন

- আপডেট সময় : ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ২০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি-উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহসভাপতি মোঃ রুহুল আমীন, মোঃ হারুন রশীদ, সাধারণ সম্পাদক এড. মোঃ আবুল হোসেন, অতিরিক্ত সম্পাদক মোঃ শহিদলু হক, যুগ্ম সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, মোঃ আতাউর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবুল কাশেম আজাদ, নির্বাহী সদস্য হোসেন আহমদ রাসেল, মোঃ মিজানুর রহমান, শামসুল হক, আবুল কালাম আজাদ,মোঃ বুরহান উদ্দিন, আব্দুল মালেক, রওশন আরা রুবি, মোঃ সুহেল আলম, সংরক্ষিত সদস্যরা হলেন, নাজমা সুলতানা, তাসনিম বেগম প্রমুখ।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর রহীম বাবর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম, রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খান, চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার পাল উপজেলা যুব কর্মকর্তা প্রমুখ।