গরুসহ ১৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

- আপডেট সময় : ০৮:১৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লক্ষ, ১৬ হাজার টাকার গরু,ফুসকা,সুপারি এবং চিনি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
মঙ্গলবার রাতে বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১১ -এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও থেকে মালিকবিহীন ১০ টি ভারতীয় গরু আটক করা হয়।
এছাড়াও মাছিমপুর,মাটিরাবন এবং চানপুর বিওপি কর্তৃক একই রাতে সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী,সোনাতলা,গিলাগড়া এবং বারেকটিলা এলাকা থেকে মালিকবিহীন ফুসকা,সুপারি এবং চিনি আটক করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’