সাংবাদিক শহীদনূরকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

- আপডেট সময় : ০৯:০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
ফসলরক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ নেতা। এরই প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ আলফাত উদ্দিন স্ক্য়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ’র ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক জসিম উদ্দিন, কুদরত পাশা প্রমুখ।
এ সসময় উপস্হিত ছিলেন যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি পীর মাহবুবুর রহমান, দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, বিজয় টিভির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও গণমুক্তি জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনোয়ারুল হক, সাংবাদিক মানব তালুকদার, ফরিদ মিয়, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি কর্ণ বাবু, সুলেমান কবির, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে প্রাণনাশের হুমকিদাতা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, হাওর রক্ষা বাঁধের নানা অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য, আরটিভির জেলা প্রতিনিধি ও হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমেদকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেন শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি। এর প্রেক্ষিতে ১২ এপ্রিল সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক শহীদনূর আহমেদ।