তাহিরপুরে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প

- আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সীমান্তের অসহায় গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি। সুনামগঞ্জ ২৮ বিজিবি’র পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
জেলার তাহিরপুর সীমান্তের চাঁনপুর এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সীমান্তে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে সুনামগঞ্জ বিজিবি।
সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় অবৈধভাবে বালু পাথর, কয়লা উত্তোলন ও গবাদীপশু চরানো বন্ধ করাসহ নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সিলেট বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন প্রমূখ।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত সীমান্তের চারশ’ সুবিধাবঞ্চিত মানুষ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন।