সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে নদীতে ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
দিরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে দিরাই থানার গোলাপনগর গ্রামের পাশে প্রবাহিত কালনী নদীর কাটা গাং থেকে এ লাশ উদ্বার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, ওই মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ বছর । তার পরনে ছিল লুঙ্গি ও কালো রং এর হুডি। কিন্তু লাশটির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।