শান্তিগঞ্জ গণঅধিকার পরিষদের মশাল মিছিল

- আপডেট সময় : ০৫:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি ও স্থানীয় সরকার
বিভাগ ও যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ কে নিয়ে
শান্তিগঞ্জ উপজেলার যুবলীগ কর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে
কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার(১৩ ফ্রেব্রুয়ারি) রাতে শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিলে শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ ,ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মশাল মিছিলটি উপজেলার জয়কলস ইউনিয়নের নোওয়াখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে করেন নেতা-কর্মীরা। সমাবেশে গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক সাদিক আহমদের সভাপতিত্বে, সদস্য সচিব ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা উপকমিটির প্রধান জাকারিয়া আহমেদ স্বাধীন,সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফিরদাউস মোহাম্মদ ইরাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতা মিরাজ,যুগ্ম আহবায়ক আকিল মিয়া,রেকেল মিয়া,যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া,জয়কলস ইউপি গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রাব্বি,বোরহান মিয়া,সদস্য শাকিল আহমেদ, জীবন,ছাত্র কর্মী দুলন মিয়া,রাজু মিয়া,উজ্জ্বল মিয়া,মোহাম্মদ,খোকন মিয়া,শ্রাবণ মিয়া, মারুফ, ববি,সবুজ সহ আরও অনেকই।
এসময় তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনও জেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।