তাহিরপুরে দিনব্যাপী গণসংযোগে তোফায়েল আহমদ খান
সৎ ও দক্ষ নেতৃত্বের চাহিদা পূরণে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে এগিয়ে আসতে হবে

- আপডেট সময় : ০৩:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষ রাজনৈতিক দল, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের দ্বারা বার বার প্রতারিত হয়েছে। এখন মানুষ পরিবর্তন চায়। তারা সৎ, দক্ষ, আল্লাহভীরু নেতৃত্ব চায়। দেশের মানুষের এই চাহিদা পূরণে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে বিগত ৫৪ বছর ধরে অপপ্রচার চালানো হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির রোষানলে পড়তে হয়েছে বারবার। হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। চাকুরী, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ধ্বংস হয়েছে। হাজার হাজার মিথ্যা মামলায় বছরের পর বছর জামায়াত শিবির নেতাকর্মীদেরকে ফেরারী জীবন যাপন করতে হয়েছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করেছে। এর মাধ্যমে তারা জামায়াতকে শেষ করতে চেয়েছিল। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল। হাজারো নিরপরাধ ছাত্রজনতাকে নির্বিচারে হত্যা করে। অবশেষে জনরোষে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
এখনো ষড়যন্ত্র হচ্ছে। ২৪ এর পরাজিত, ইসলাম ও দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ, দক্ষ, আল্লাহভীরু নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করতে হবে।
তিনি সকালে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড়ে তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসায় শিক্ষক -শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মাদরাসার মুহতামিম মওলানা মঈনুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি বাদাঘাট বাজার জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্য নসিহত পেশ করেন। পরে বাদাঘাট বাজারে গণসংযোগ করেন।
দুপুরে উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট পিভিএম মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
বিকালে বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাঘটিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুর রকিবসহ শিক্ষকবৃন্দ তাকে স্বাগত জানান।
পর বাদাঘাট উত্তর ইউনিয়নের পাঁচগাঁও ননাই দারুল উলুম মাদারাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল হান্নানসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আমীর ও জয়নাল আবেদীন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ রুকন উদ্দিন, আনোয়ার উদ্দিন, মাওলানা শাহজাহান, রাখাব উদ্দিন বিপ্লব প্রমুখ।