সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর প্রতিনিধি :
- আপডেট সময় : ০৯:৪০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রাজকুমার সরকারকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার দুপুরে মধ্যনগর বাজার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান “ ডেভিল হান্ট “ পরিচালনা করে গ্রেফতার করা হয়। রাজকুমার সরকার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের সুধীর সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা রাজকুমার সরকার তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। ছাত্র না হলেও আলাদীনের চেরাগের মতো দলীয় পদ বাগিয়ে নিয়েছিলেন।
পরবর্তীতে আসামি রাজকুমারকে যথাযথ পুলিশ প্রহরায় মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।