জগন্নাথপুরে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি

- আপডেট সময় : ০৪:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলা সদরের মোবাইল মার্কেটের তিনটি দোকানে চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভির ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক পড়া ৫ চোর মোবাইল মার্কেটের রাফি টেলিকমের দুটি দোকান ও এসএ টেলিকমের তালা ভেঙে দোকান তিনটি থেকে নগদ অর্থসহ মোবাইল চুরি করে নিয়ে যায়।
রাফি টেলিকমের মালিক শেখ কামরান বলেন, নতুন-পুরোনোসহ প্রায় ১৫০ মোবাইল নিয়ে গেছে। নগদ অর্থ ছিল প্রায় দুই লাখ টাকা।
এস এ টেলিকমের মালিক সুহেল মিয়া বলেন, কোম্পানিকে দেওয়ার জন্য তিন লাখ টাকা ক্যাশে ছিল। নগদ টাকাসহ নতুন ১৮টি মোবাইল নিয়ে গেছে।
মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রূপ মিয়া বলেন, চুরি হওয়া স্মার্টফোনগুলো ১৫ হাজার থেকে লাখ টাকা দামের ছিল। সব মিলিয়ে তিন দোকানে প্রায় অর্ধকোটির ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে রাফি টেলিকমের।
জগন্নাথপুর থানার এসআই দিপংকর হালদার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছি।