হেলথ এন্ড ইকোনমি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

- আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / 218
আব্দুল আলীম, তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুর সদর ইউনিয়নের বীরজয়-লক্ষ্মী-ধূতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
হেলথ এন্ড ইকোনমি সংগঠনের উদ্যোগে শনিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর, ধূতমা ও চিকসা গ্রামের ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রায়হান কবীর। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জুনাব আলী।
এসময় উপস্থিত ছিলেন হেলথ এন্ড ইকোনমি সংগঠনের প্রজেক্ট পরিচালক জনাব আবু তাহা সাদী, আমার সুনামগঞ্জ ডট কমের সম্পাদক মোঃ সুহেল আলম, তাহিরপুর ডেইরি ফার্মার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, তাহিরপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জাকির মামুন, ডা. এনাম আহমদ।