তাহিরপুর শ্রমিক কল্যাণের শহীদ দিবসের আলোচনা সভা

- আপডেট সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / 170
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ শে ফেব্রুয়ারী বিকালে তাহিরপুর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল আলীম ইমতিয়াজের সভাপতিত্বে, সেক্রেটারি মু দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক রুকন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণের তত্তাবধায়ক মু সালেহ আহমেদ, সদর উপজেলা জামায়াতের আমীর মু শফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ভাষা শহীদদের স্মরণ করে বলেন, এটি শুধু একটি ভাষা আন্দোলনই নয় বরং এটি ভিনদেশী আগ্রাসনের বিরুদ্ধে একটি জলজ্যান্ত উদহারন। এছাড়াও তিনি ভাষা আন্দোলনের অন্যতম মহানায়ক গোলাম আযমকেও স্মরণ করেন।
পরে ভাষা আন্দোলনে শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।