তাহিরপুরে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের পাশে জামায়াত

- আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজারে পুড়ে যাওয়া দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে জামায়াত।
মঙ্গলবার দুপুরে আনোয়াপুর বাজারে পুড়ে যাওয়া দোকান ঘরগুলো পরিদর্শনে আসেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। এসময় তিনি পুড়ে যাওয়া দোকান মালিকদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন তালুকদার, সদর ইউনিয়নের আমীর মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি শাহজাহান আলী, বালিজুরী ইউনিয়নের আমীর আব্দুল মুকিত, সেক্রেটারি জয়নাল আবেদীন সেবকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২ আগস্ট গভীর রাতে আগুন লেগে আনোয়ার পুর বাজারের ৮টি দোকানঘর পুড়ে যায়। এতে দোকানের সকল মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েন ব্যবসায়ীগণ। পরদিন ভোরে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছিলেন উপজেলা নেতৃবৃন্দ।