ছাতকে ৮০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

- আপডেট সময় : ০৩:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ, অফিসার ইনচার্জ, ছাতক থানা, সুনামগঞ্জ-এর দিক নির্দেশনায় এসআই/সিকান্দর আলী, এএসআই/মোহাম্মদ তোলা মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২২/০২/২০২৫ খ্রি. রাত ২০.৩০ ঘটিকার সময় ছাতক থানাধীন ১নং ইসলামপুর ইউপির অন্তর্গত মোহাম্মদপুর সাকিনস্থ পাথারিটিলা পার্শ্বে জনৈক সাজ্জাদ মিয়ার বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হইতে ধৃত আসামীরা হলেন
১। গুলবাহার (৩৫), স্বামী-মোঃ উকিল আলী, সাং-তেইল্লা (লামাপাড়া), ইউপি-সাচনা, থানা-জামালগঞ্জ,
২। রাসেদ আলী (১৯) পিতা-মোঃ মনির আলী, সাং-দ্বীনেরটুক, থানা-দোয়ারাবাজার, উভয় জেলা-সুনামগঞ্জদ্বয়ের হেফাজতে থাকা অটো গাড়ি তল্লাশী করে অটো গাড়ি হতে ০১টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর তল্লাশী করিয়া বস্তায় রক্ষিত ক) প্রতিটি ৩৭৫ মিলিলিটারী AC BLACK নামীয় ভারতীয় মদ মোট ২০ বোতল, যার পরিমান-(২০x৩৭৫) = ৭৫০০ মিঃ লিঃ অপর আরেকটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর তল্লাশী করে বস্তায় থাকা খ) প্রতিটি ৩৭৫ মিলিলিটারী ওপব Ice Vodka নামীয় ভারতীয় মদ মোট ২০ বোতল, যাহার পরিমান-(২০x৩৭৫) = ৭৫০০ মিঃ লিঃ এবং প্রতিটি ১৮০ মিলিলিটারী officer’s Choice নামীয় ভারতীয় মদ মোট ৪০ বোতল, (৪০x১৮০) = ৭২০০ মিঃ লিঃ সর্বমোট=(২০+২০+৪০)=৮০ বোতল ভারতীয় মদ, যার মোট পরিমান-(৭৫০০+৭৫০০+৭২০০)=২২২০০ মিলিলিটার বা ২২.২০০ লিটার এবং মাদক পরিবহনে ব্যবহৃত (গ) ০১টি তিন চাকাবিশিষ্ট ব্যাটারিচালিত পুরাতন অটো গাড়ি উদ্ধার করে জব্দকৃত আলামত এবং ধৃত আসামীদ্বয়কে নিয়ে থানায় হাজির হয়ে এসআই(নিঃ) সিকান্দর আলী বাদী হয়ে এজাহার দায়ের করেন।
আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।